আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : ইসলামী ছাত্র শিবিরের বরিশাল জেলা ও মহানগরে দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। নগরীর রূপাতলী হাউজিং স্ট্রিটের একটি মিলনায়তনে ভোট গ্রহণ শেষে দুই সদস্য বিশিষ্ট কমিটির চারজনের নাম ঘোষণা করা হয়। শিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলামের উপস্থিতিতে এ কমিটি গঠণ করা হয়েছে।

আজ রবিবার সকালে ছাত্র শিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দারা জানিয়েছেন, জেলা ও মহানগর সদস্যদের প্রত্যক্ষ ভোটে দুই কমিটির সভাপতি নির্বাচন করা হয়। পরে সভাপতিদ্বয় দুই কমিটির সেক্রেটারির নাম ঘোষণা করেন। উভয় কমিটির সভাপতি ও সেক্রেটারি আগামী ছয়দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠণ করবেন।

সূত্রে আরও জানা গেছে, ঘোষিত কমিটিতে ইসলামী ছাত্র শিবিরের বরিশাল জেলা শাখায় সভাপতি হিসেবে মো. আকবর হোসেন এবং সেক্রেটারি হিসেবে সাইয়্যেদ আহমেদ। মহানগর কমিটির সভাপতি হিসেবে মো. রিয়াজুল ইসলাম এবং সেক্রেটারি হাসান নাইম নির্বাচিত হয়েছেন।

(টিবি/এসপি/জানুয়ারি ০৫, ২০২৫)