স্টাফ রিপোর্টার : মুক্তিযুদ্ধ বাংলাদেশের মা। এটা হৃদয়ে লালন করেই এদেশে সবাইকে বসবাস করতে হবে। রাজনীতি করতে হবে। ফলে মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসকে কেউ অস্বীকার ও অবমূল্যায়ন করার ধৃষ্ঠতা দেখালে তাকে অবশ্যই বাংলাদেশ ছাড়তে হবে। বাংলাদেশ চলবে মুক্তিযুদ্ধের মূলধারা তথা সাম্য, মানবিক মর্যাদা, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও বাঙালি জাতীয়তাবাদের সম্মিলিত মতাদর্শে। এজন্যই মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ মানুষ জীবনদান করেছে, লক্ষ লক্ষ মা-বোন সম্ভ্রম হারিয়েছে। এ জন্যই বীর মুক্তিযোদ্ধারা সীমাহীন ত্যাগ তিতিক্ষা শৌর্য ও বীরত্ব দিয়ে হানাদার পাকিস্তান এবং তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদর আলশামস আলমুজাহিদদের পরাজিত করে বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিশেবে প্রতিষ্ঠিত করেছে। সেই দেশে রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে মুক্তিযুদ্ধে পরাজিত অপশক্তি ও তাদের জঙ্গি শাবকদের কোনো আস্ফলন বাঙালি জাতি ও বীর মুক্তিযোদ্ধারা সহ্য করবে না। মুক্তিযুদ্ধ ও দেশবিরোধী অপশক্তির অপতৎপরতা প্রতিহত করতে তাই মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবীত সব গণতান্ত্রিক প্রগতিশীল রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক শক্তিকে ঐকবদ্ধ হতে হবে। অপরদিকে দেশকে উন্নত সুখী ও সমৃদ্ধশীল করতে সমাজ ও রাষ্ট্রের সব দেহ থেকে সন্ত্রাসী দুর্নীতিবাজ ও লুটেরা অপশক্তির পাশাপাশি মুক্তিযোদ্ধাদের জন্য অভিশাপ ভুয়া মুক্তিযোদ্ধাদের উচ্ছেদের লক্ষ্যে ক্ষমতাসীন অন্তর্বর্তী সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

গতকাল শনিবার একাত্তরের মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভায় উপরোক্ত অভিমত ব্যক্ত করা হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান লেখক গবেষক ও বীর মুক্তিযোদ্ধা আবীর আহাদ। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে আলোচনায় অংশ নেন সংগঠনের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা হাশেম আলী, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জুলকারনাইন ডালিম, সহসভাপতি লেখক গবেষক খলিফা আশরাফ, অর্থসচিব বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, তথ্য ও গবেষণা সচিব বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জহিরুল আলম বাবর, নির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা আবদুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ। ঢাকার বাইরে থেকে ফোনে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আফতাব আহমদ শিকদার, বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন সরকার ও বীর মুক্তিযোদ্ধা রমিজউদ্দিন আহমদ।

এছাড়া কতিপয় মুক্তিযোদ্ধা সন্তান সভায় উপস্থিত ছিলেন। সভায় সাংগঠনিক কিছু বিষয় নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

(পিআর/এসপি/জানুয়ারি ০৫, ২০২৫)