নবারুণ দাশগুপ্ত, মুন্সিগঞ্জ : রবিবার ৫ জানুয়ারি মুন্সিগঞ্জ আনসার ভিডিপি জেলা কার্যালয় অনুষ্ঠিত হয়েছে ভিডিপি দিবস ২০২৫ । এ দিবস উপলক্ষে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়। উত্তর রেলি পরিচালনা করেন জেলা সার্কেল অফিসার জনাব নুরুজ্জামান সাহেব।

র‌্যালিটি বিভিন্ন জায়গা ঘুরে এসে জেলা অফিস শেষ হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার এবং ইউনিয়নের সকল ভিডিপি দলপতি ও দলনেত্রী গন। সভায় সার্কেল অফিসার জনাব নুরুজ্জামান সকলের সুস্বাস্থ্য কামনা করে কুশল বিনিময় করেন।

তাছাড়াও বিভিন্ন উপজেলা থেকে আশা আনসার ভিডিপি কর্মকর্তা গন বিভিন্ন আলোচনার মাধ্যমে সকলকে নিজ নিজ কর্মে উদ্বুদ্ধ করেন। আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত হয় এই ভিডিপি দিবসটি। এই উপলক্ষে সকল বিজিপি ও আনসার সদস্যদের মধ্যে হালকা নাস্তা ও যাতায়াত ভাত প্রদান করা হয়।

সকলের সুস্বাস্থ্য কামনা করে জেলা সার্কেল অফিসার জনাব নুরুজ্জামান সাহেব সবার সমাপ্তি ঘোষণা করেন।

(এনডি/এএস/জানুয়ারি ০৫, ২০২৫)