রূপক মুখার্জি, নড়াইল : নড়াইলের লোহাগড়ায় ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি'র) কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) বিকাল ৩টায় উপজেলার আমাদা আদর্শ কলেজ মিলনায়তনে লক্ষ্মীপাশা ইউনিয়ন এনপিপির উদ্যোগে লক্ষ্মীপাশা ইউনিয়ন এনপিপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

লক্ষ্মীপাশা ইউনিয়ন এনপিপির সভাপতি মো. জহির আহম্মদ ফকিরের সভাপতিত্বে ও এনপিপি নেতা মো. বদরুল আলমের সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা এনপিপির সভাপতি মো. শরীফ মনির হোসেন।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনপিপির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. বেলাল হোসেন, এনপিপির কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী শওকত আলী, লোহাগড়া উপজেলা এনপিপির সভাপতি মো. হাফিজুর রহমান, আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ মো. আল ফয়সাল খান, প্রভাষক রূপক মুখার্জি প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ড. ফরহাদ বলেন, দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধ্ব গতিতে দেশের মানুষ দিশেহারা। মানুষের অধিকার৷ আওয়ামী লীগ কেড়ে নিয়েছে। মানুষ আজ ভোটাধিকার প্রয়োগ করতে চায়। সংস্কারের নামে সময়ক্ষেপন করে নির্বাচনকে বিলম্বিত করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। দেশের মানুষ একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। অন্তর্বর্তীকালীন সরকার সহসাই নির্বাচন দিয়ে একটি নির্বাচিত সরকার উপহার দিবে-এ প্রত্যাশা দেশের মানুষের।

কর্মী সম্মেলন শেষে প্রধান অতিথি মো: জহির আহম্মদ ফকিরকে সভাপতি, মো: জোবায়ের শেখকে সাধারণ সম্পাদক এবং শেখ ইমদাদকে সাংগঠনিক করে এনপিপির লক্ষ্মীপাশা ইউনিয়ন কমিটি ঘোষণা করেন।

(আরএম/এএস/জানুয়ারি ০৪, ২০২৫)