ঝিনাইদহ প্রতিনিধি : আত্মহত্যা প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ব্যতিক্রমি কর্মসূচী পালন করেছে ঝিনাইদহের স্বেচ্ছাসেবী সংগঠন 'অবিরাম উন্নয়নে বাংলাদেশ'। 

আজ শনিবার বিকালে শৈলকূপা উপজেলার কাতলাগাড়ি বাজারে নানা শ্রেণীপেশার মানুষের মাঝে সচেতনতা সম্বলিত বার্তা লেখা গেঞ্জি বিতরণ করে সংগঠনটি। এই কর্মসূচিতে শিক্ষার্থী, শ্রমিক ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে সংগঠনটি।

সংগঠনটির পরিচালক উজ্জ্বল আলী বলেন,ঝিনাইদহ জেলায় আত্নহত্যা প্রবনতা বেশি। কিন্তু সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সরকারি বেসরকারি বা কোন সংগঠন তেমন কোন কর্মসূচি পালন করে না। তাই গ্রামবাসির মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে এমন কর্মসূচি পালন করা হয়েছে।

(এসআই/এসপি/জানুয়ারি ০৪, ২০২৫)