মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচরের চর মহি উদ্দিন, চর জিয়া উদ্দিন গ্রামে অবস্থিত একাধিক শিক্ষা প্রতিষ্ঠান সংস্কার এবং ভবন নির্মাণের দাবীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার চর জিয়া উদ্দিন উচ্চ বিদ্যালয়ে কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের শিক্ষক মোঃ সোহেল রানার সঞ্চালনায় এবং বিশিষ্ঠ সমাজ সেবক জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চর জিয়া উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবু কালাম সফি চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ঠ সমাজ সেবক নুর মোহাম্মাদ, বিদ্যালয়ের শিক্ষক মোঃ ইউসুফ, অরিফ হোসেন, মোঃ ফজলুল হক, মোঃ আব্দুল মতিন। অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, সমাজ সেবক মোঃ ফেরদৌস, মোঃ খৌরশের আলম, মোঃ ইউছুপসহ বিদ্যালয় পরিচালনা কমিটি ও এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

বক্তারা চর বলেন, জিয়া উদ্দিন উচ্চ বিদ্যালয় উন্নয়ন, নতুন বছরের পাঠদান, চর জিয়া উদ্দিন ও চর মহি উদ্দিনে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসাসহ শিক্ষা প্রতিষ্ঠান গুলো শিক্ষার মানউন্নয়ন, বিদ্যালয় সংস্কারসহ নানা প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করেন এবং প্রত্যান্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান গুলো অবকাঠামো উন্নয়নে উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার জেলা প্রশাসনকসহ স্থানীয় ব্যক্তিবর্গের সহযোগিতা কামনা করছেন।

আবু কালাম সফি বলেন, প্রত্যান্ত অঞ্চলে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ঝরাজির্ণ অবস্থায় আছে এসকল প্রতিষ্ঠান গুলো নতুন ভবন নির্মাণ এবং সংস্কার করা না হলে এ বিশাল অঞ্চলের কোমলমতি শিক্ষার্থীরা শিক্ষার আলো থেকে বঞ্চিত হবে, অনেক বিদ্যালয়ে মাঠ ভরাট জরুরী, অনেক বিদ্যালয়ে বসার মত চেয়ার টেবিল নেই, টিনের তৈরী ঘর গুলো ভেঙ্গে পড়ছে এসব সংস্কার, পূননির্মাণ এবং নতুন ভবন অন্যন্ত জরুরী, সংশ্লিষ্ট প্রশাসনসহ বিত্তবানরা এগিয়ে আসার অনুরোধ জানান বক্তারা।

(এসএস/এসপি/জানুয়ারি ০৪, ২০২৫)