পঞ্চগড়ে অনুর্ধ্ব-১৫ ফুটবল দলের বাছাই সম্পন্ন
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড়ে অনুর্ধ্ব-১৫ ফুটবল দলের বাছাই প্রক্রিয়া ৪জানুয়ারি শনিবার শেষ হয়েছে। পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এই বাছাই পর্ব শুরু হয় গত ২ জানুয়ারি।
প্রথম দিনে জেলার মোট পাঁচ উপজেলার প্রত্যন্ত এলাকার মোট ১৩৭ জন শিশু-কিশোররা তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে। ওই দিনের বাছাই পর্বে মাত্র ৩৭ জন গ্রীনকার্ড পায় বাদ পড়ে ১০০ জন। ফাইনাল বাছাই পর্বে গ্রীনকার্ড পায় মাত্র ২৫ জন। বাদ পরেছে মাত্র ১২ জন। দু'দিনের বাছাই পর্বের স্টেন্ডবাই উপস্থিত ছিলেন দক্ষ ক্রীড়া সংগঠন ও জেলা বাছাই পর্বের আহবায়ক এ টি এম হাসানুজ্জামান পলাশ, আবু তারেক টুকু, মোফাজ্জল হোসেন বিপুল, আতিকুর রহমান (রাজা) ও মোস্তাফিজুর রহমান সাবু।
(আরএআর/এসপি/জানুয়ারি ০৪, ২০২৫)