তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়ে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিক পালন করা হয়েছে বলে দাবি করেছেন নেতাকর্মীরা।

আজ শনিবার ভোর রাতে বাংলাদেশ ছাত্রলীগের ভেরিফাইড ফেসবুক পেজে আপলোড করা ভিডিওতে দেখা যায়, গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে ৮ জন নেতাকর্মী বঙ্গবন্ধুর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানাচ্ছেন।

এছাড়া শনিবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামসুল হকের নেতৃত্বে ৬ জন নেতাকর্মী মুখ ঢেকে বঙ্গবন্ধুর সমাধিতে প্রতিষ্ঠাবার্ষিকীর শ্রদ্ধা জানানোর দাবি করা হয়েছে। যার একটি ভিডিও শনিবার বেলা ১১ টায় ছাত্রলীগের ফেসবুক পেজে আপলোড করা হয়। শ্রদ্ধা জানানোর সময় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতারা প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন শ্লোগান দেয়। তবে পুলিশ বলছে এসব ছবি ও ভিডিও বেশ কিছুদিন আগের।

টুঙ্গিপাড়া থানার ওসি মোঃ খোরশেদ আলম বলেন, নিরাপত্তার জন্য যাতে কেউ কোন দুর্ঘটনা না ঘটাতে পারে এজন্য দুই দিন যাবৎ পুরো টুঙ্গিপাড়া জুড়ে পুলিশের নিরাপত্তা ডিউটি চলছে। যেসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে আসছে সেগুলো অনেক আগের। এক সপ্তাহ বা দশ দিন আগের ছবি। সমাধি এক মিনিটের জন্য আমাদের নিরাপত্তার বাইরে নয়।

তবে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি শামসুল হক মুঠোফোনে দাবি করেছেন, পুলিশের চোখ ফাঁকি দিয়ে শনিবার সকালে তারা বঙ্গবন্ধুর সমাধিতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর শ্রদ্ধা জানিয়েছে। বিকালে ছাত্রলীগের কেক কাটা অনুষ্ঠান আছে বলেও জানান তিনি। পুলিশ যতই চেষ্টা করুক না কেন বাংলাদেশ থেকে ছাত্রলীগকে নির্মূল করতে পারবেনা। ছাত্রলীগের নেতাকর্মীরা ঘুরে দাঁড়াবে ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবো।

(টিবি/এসপি/জানুয়ারি ০৪, ২০২৫)