কাপ্তাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে আহত ছাত্রের পুনর্বাসনে মানবিক সহায়তায় ৪১ বিজিবি

রিপন মারমা, রাঙ্গামাটি : রাঙ্গামাটির কাপ্তাইয়ে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার পাশে থেকে বর্ডার গার্ড বাংলাদেশ সর্বদাই সহযোগিতার হাত প্রসারিত করে এসেছে। এরই প্রেক্ষিতে আন্দোলনে আহত ছাত্র-জনতার অনেককে ইতিমধ্যেই বিজিবি হাসপাতাল কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং সদর দপ্তর বিজিবি কর্তৃক আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে।
এছাড়াও, সারা বাংলাদেশে বর্ডার গার্ড বাংলাদেশ কর্তৃক আন্দোলনে আহত ১০০ জন ছাত্র-জনতাকে আর্থিক অনুদান, পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য পরিকল্পনা গ্রহণ করেছে। ৪ জানুয়ারি কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) হল রুমে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান ভূঁইয়া কাপ্তাই উপজেলা সদরের বড়ইছড়ির ইউসুফ আলী'র ছেলে আন্দোলনে আহত শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর বাংলা বিভাগের শেষবর্ষের ছাত্র নবাব শরীফ সাজিব (২৫) কে উন্নত চিকিৎসা ও চলমান অধ্যবসায় সম্পন্ন করার লক্ষ্যে নগদ পঞ্চাশ হাজার টাকা আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় তার শারীরিক অবস্থা সম্পর্কে বিস্তারিত খোজ খবর নেন।
বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বাঙালি জাতি এক নতুন বাংলাদেশের ঠিকানা পেয়েছে। সেই অভিষ্ট বাংলাদেশ বিনির্মাণে বিজিবিও ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত রক্ষার পাশাপাশি মানবিকতা প্রদর্শন পূর্বক বিজিবি উজ্জল দৃষ্টান্ত উপস্থাপন করে চলছে। এ সময় কাপ্তাই ব্যাটলিয়া্ন ৪১ বিজিবি'র উপ-অধিনায়ক মেজর লতিফুল বারী,বিজিবি'র বিভিন্ন পদস্থ কর্মকর্তা,বৈষম বিরোধী ছাত্র আন্দোলনে আহত পরিবারের সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময় নবাব শরীফ সাজিব সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভিসি’র বাসভবনের সামনে গোলাগুলিতে ০৬টি গুলি তার ডান হাতে ও ০১টি গুলি তার মাথার ডান পার্শ্বে লেগে গুরুতর আহত হয়। বর্তমানে সে সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
(আরএম/এএস/জানুয়ারি ০৪, ২০২৫)