মহম্মদপুরে কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ
মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি : মাগুরার মহম্মদপুর সদর ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে সরকারি আর এস কেএইচ ইনস্টিটিউশন মাঠে সমাবেশের আয়োজন করে ৬ নং মহম্মদপুর সদর ইউনিয়ন কৃষক দল।
জানা গেছে, বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসাবে
মহম্মদপুর সদর ইউনিয়নের কৃষক দলের সমাবেশ করা হয়।
মহম্মদপুর সদর ইউনিয়ন কৃষক দলের আহবায়ক মোঃ আব্দুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,মাগুরা জেলা বিএনপি'র যুগ্ম আহবায়ক এ্যাডঃ মিথুন রায় চৌধুরী।
কৃষক সমাবেশের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী খাইরুল্লাহ শিপন,উপজেলা বিএনপির আহবায়ক মৈমুর আলী মৃধা।
প্রধান বক্তা ছিলেন মাগুরা জেলা কৃষক দলের সদস্য সচিব জাহাঙ্গীর আলম হীরা। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সহ-সম্পাদক এ্যাডঃ মোছাঃ রুমা পারভিন, উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাডঃ মনিরুল ইসলাম মুকুল, জেলা কৃষক দলের সাবেক আহবায়ক আশরাফুজ্জামান শামীম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ড.রইচ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক শরিফুজ্জামান টুকু, উপজেলা যুবদলের আহবায়ক তরিকুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহবায়ক নুর আমীন শিকদার সজীব, উপজেলা কৃষক দলের আহবায়ক মশিউর রহমান রিংকু, সদস্য সচিব লিটন মিয়া সহ স্থানীয় ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
(বিএসআর/এএস/জানুয়ারি ০৩, ২০২৫)