শরীয়তপুরের বিনোদপুরে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

শরীয়তপুর প্রতিনিধি : শরীয়তপুর সদর উপজেলায় আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) সকালে সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের সুবিদার কান্দি এলাকায় শতাধিক শীতার্ত পরিবারের মধ্যে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় সংগঠনের সভাপতি সুরুজ আহমেদ খান ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শাওন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কানাডা প্রবাসী আতাউর রহমান খান দীর্ঘ দিন যাবৎ শরীয়তপুর জেলার বিভিন্ন এলাকায় আতাউর রহমান খান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মাধ্যমে অসহায় পরিবারের নারী সদস্যদের সাবলম্বী এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে আসছেন। এ প্রতিষ্ঠানটি এলাকার অন্ধ, পঙ্গু, বিকলাঙ্গ, প্যারাইলাইসড রোগীদের চিকিৎসা খরচ বহন করে আসছে এবং তাদের সন্তানদের পড়াশোনা ও কর্মসংস্থানে বিশেষ ভূমিকা রেখে চলেছেন।
(কেএনআই/এএস/জানুয়ারি ০৩, ২০২৫)