নারায়ণগঞ্জে ফেনসিডিলসহ যুবক আটক
স্টাফ রির্পোটার, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে বিশেষ অভিযানে ৪৬ বোতল ফেন্সিডিলসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১ জানুয়ারি) রাত ৭টার দিকে ফতুল্লার আজমেরীবাগ এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
এ বিষয়ে পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৭টার দিকে ডিবি পুলিশের একটি টিম আজমেরীবাগ এলাকার বারোভিলা বিল্ডিংয়ের ৮ম তলায় অবস্থিত একটি ফ্ল্যাট থেকে বিজয় (৩১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃত বিজয় (৩১) নারায়ণগঞ্জ সদর থানার দেওভোগ এলাকার মোখলেছুর রহমানের ছেলে। বর্তমানে ফতুল্লার আজমেরীবাগ এলাকার বারোভিলা বিল্ডিং-এর অষ্টম তলায় ভাড়াটিয়া।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার জানান, মাদকদ্রব্য নির্মূলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও মাদকের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
(এস/এসপি/জানুয়ারি ০২, ২০২৫)