ফুলপুরে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ধাওয়া পাল্টা ধাওয়া
শফিকুল ইসলাম, ফুলপুর : ময়মনসিংহের ফুলপুরে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনে দু'গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া, দেশীয় অস্ত্রের মহড়া ও দোকানপাট ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গতকাল বুধবার বিকালে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার সমর্থিত ছাত্রদলের সাথে ছাত্রদলের অপর গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়।
এসময় ফুলপুর বাসস্ট্যান্ডে মতি মার্কেট ও লালন মার্কেটসহ বেশ কিছু দোকানপাট ভাংচুর করা হয়। মহাসড়কে প্রকাশ্যে দেশীয় অস্ত্রের সুসজ্জিত মহড়া প্রদর্শিত হয়। এতে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।
এসময় পৌরসভার আমুয়াকান্দা মোড় ও ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে। পরে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ইতিমধ্যে বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বিরুপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এছাড়াও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নেট দুনিয়ায় ঘটনাটি ভাইরাল হয়েছে। এমন ঘটনায় বিএনপি বিমুখ হবে সাধারণ মানুষ, এমনি বলছেন স্থানীয়রা।
(এসআই/এসপি/জানুয়ারি ০২, ২০২৫)