স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই শ্লোগানে তারণ্যের উৎসব ২০২৫ উদযাপনের প্রস্তুতিমূলক সভা ২ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল তিনটায় পঞ্চগড় জেলা প্রশাসকের দরবার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসক মো. সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমির অধ্যাপক মো.ইকবাল হোসাইন, পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক পঞ্চগড় পৌর মেয়র মো.তৌহিদুল ইসলাম, পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আদম সুফি, জিপিপি আব্দুল বারী, পঞ্চগড় বিদ্রোহী শিশু কিশোর থিয়েটার এর প্রতিষ্ঠাতা সভাপতি রহিম আব্দুর রহিম, ভূমিজ এর প্রতিষ্ঠাতা সভাপতি সরকার হায়দারসহ জেলার বিভিন্ন শ্রেণী পেশার সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

(এআর/এএস/জানুয়ারি ০২, ২০২৫)