পঞ্চগড়ে ষড়ঋতু ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড়ে ষড়ঋতু ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ গতকাল মঙ্গলবার রাতে অনুষ্ঠিত হয়েছে। খেলায় ২-০ সেটে বংশাই শিশু-কিশোর থিয়েটার তারারভিটা -জামালপুরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটার। বিশেষ ম্যাচে মাত্র ১ পয়েন্টের ব্যবধানে পঞ্চগড় যুব উন্নয়ন থিয়েটারে কাছে পরাজিত হয়েছে ষড়ঋতু জগদল।
খেলা শেষে খেলোয়াড়দের মাঝে প্রধান অতিথি থেকে পুরস্কার বিতরণ করেন জগদল দ্বিমুখি উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহকারি শিক্ষক মো. আবু সালেহ।
রহিম আব্দুর রহিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্য অতিথিদেরা মধ্যে উপস্থিত ছিলেন জগদল দাখিল মাদ্রাসার সুপার মো. দেলোয়ার হোসেন, মকছেদুল আলম, মোজাফফর হোসেন দুলু, গোলাম মোস্তফা, হাসনুর রশিদ, সাবেপ ইউপি মেম্বার আজিজার রহমান প্রমূখ।
পুরো টুর্নামেন্টে দর্শক নন্দিত পারফরমেন্স করেছে চ্যাম্পিয়ন দলে কিশোর এসএম সাদিদ, জাওয়াত নাসিফ ইশরাক, রানার আপ দলের আল বাশরি বরুন মোহতাসিম তাওসিফ ও সেমিফাইনালে পরাজিত ফায়ার সার্ভিসের হৃদয়।
(আরএআর/এসপি/জানুয়ারি ০১, ২০২৫)