নড়াইলে ৩২ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের তেলকাড়া গ্রামের কৃতি সন্তান সাবেক ছাত্র নেতা ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোস্তাফিজুর রহমান মোস্তাকের সৌজন্যে ৩২ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার রাতে উপজেলার তেলকাড়া গ্রামে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল আলিম মোল্যার সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি মো. আহাদুজ্জামান বাটু, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন লোহাগড়া পৌর বিএনপির সভাপতি মো. মিলু শরিফ, উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. টিপু সুলতান।
বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লোহাগড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী সুলতানুজ্জামান সেলিম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ মশিয়ার রহমান সান্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ওহিদুজ্জামান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস এ সাইফুল্লাহ মামুন, দিঘলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রঞ্জু বিশ্বাস, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক তানভীর রহমান, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা লাক্সমি, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিঃ তাইবুল হাসান।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক সদস্য মো. রাহাত উকিল, মো. নাজমুল হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মুসতাহিদুর রহমান আমিন, যুগ্ম আহবায়ক আশিকুর রহমান স্বপনসহ প্রমুখ।
খেলা শেষে বিজয়ী খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। তীব্র শীতকে উপেক্ষা করে শত শত মানুষ ৩২ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট উপভোগ করেন।
(আরএম/এসপি/জানুয়ারি ০১, ২০২৫)