ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ধামরাইয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা
দীপক চন্দ্র পাল, ধামরাই : বিএনপির ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে ধামরাইয়ে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন সুমনের নের্তৃত্বে এক বিরাট বর্ণাঢ্য শোভাযাত্র ও আলোচনা সভা অনুুষ্ঠিত হয়েছে ধামরাইয়ে। এ বর্ণাঢ্য শোভাযাত্রায় বিভিন্ন কলেজসহ অন্যান্য প্রতিষ্ঠানের নের্তৃবৃন্দরাও অংশগ্রহণ করেন।
আজ বুধবার দুপুরে ধামরাই সরকারী কলেজ এলাকা থেকে শোভাযাত্রাটি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ধামরাই পৌর প্রধান বাজার হয়ে শেষে ধামরাই উপজেলা চত্তরে এসে শেষ করেছে।
এরপর উপজেলা মুক্ত মঞ্চে এক আলোচনা সভার আয়োজন করেছে।আলোচনা সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ধামরাইয়ে কৃতি সন্তান মোঃ ইসমাইল হোসেন সুমন।
আরো বক্তব্য রাখেন ধামরাই সরকারী বিশ্ব বিদ্যালয় কলেজের ছাত্রদলের সাবেক সভাপতি সৌরভ আল ইসলাম অভি, পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ফয়সাল আহামেদ, সাবেক প্রচার সম্পাদক অরণ্য হাসান সহ আরো অন্যান্য নের্তৃবৃন্দ বক্তব্য রাখেন।
(ডিসিপি/এসপি/জানুয়ারি ০১, ২০২৫)