ফরিদপুরে ডা. শাহীনের ওপর সন্ত্রাসী হামলা
প্রধান আসামি গ্রেফতার না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি চিকিৎসকদের
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুরের বিশিষ্ট অর্থপেডিক চিকিৎসক ও ফরিদপুর মেডিকেল কলেজের সহকারি অধ্যাপক ডা. মোহাম্মদ শাহীন আক্তার (জোদ্দার) এর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ফরিদপুরের সর্বস্তরের চিকিৎসকবৃন্দের অংশগ্রহণে ফরিদপুরে বিক্ষোভ মিছিল, ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রেস ক্লাবে তাদের একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার সকালে ফরিদপুরে ডা. শাহীনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এসব কর্মসূচি পালন করেন সর্বস্তরের চিকিৎসকবৃন্দ।
প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় প্রেস ক্লাবে চিকিৎসকদের ওই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষ ডা. অ স ম জাহাঙ্গীর চৌধুরী টিটো।
এসময় আরো বক্তব্য রাখেন, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির, মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. সানিয়াত জাহান, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা, অধ্যাপক স্বপন কুমার বিশ্বাস, সহযোগী অধ্যাপক ডা. মো. ফারুক হোসেন প্রমুখ। এসময় প্রতিষ্ঠানটির কর্মকর্তা কর্মচারী শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ওই মানববন্ধন ও সংবাদ সম্মেলনে বক্তারা অর্থোপেডিক সার্জন ডাক্তার শাহিন জোদ্দারের ওপর হামলার তীব্র নিন্দা জানান। মূল আসামি মুত্তাকিনকে দ্রুত গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি এ হামলার সাথে জড়িত ইন্ধনদাতাদের উপযুক্ত বিচার ও শাস্তি দাবী করেন তারা। প্রধান আসামিকে গ্রেফতার এবং দ্রুত শাস্তির আওতায় না আনলে ফরিদপুর সর্বস্তরের চিকিৎসকেরা কঠোর আন্দোলনের ঘোষণা দেন। পাশাপাশি তাদের এই মানববন্ধন কর্মসূচি অব্যাহত থাকবে বলে সংবাদ সম্মেলনে জানান ফরিদপুরের চিকিৎসকবৃন্দ।
(আরআর/এসপি/ডিসেম্বর ৩১, ২০২৪)