রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর সদরের কৃষ্ণনগর ইউনিয়নের নিজ বাড়ীতে প্রবাসী স্বামীসহ সন্ত্রাসী হামলার শিকার হওয়া হামিদা বেগম (৩৫) বিচারের আশায় কোর্টে মামলার করায় ওই সন্ত্রাসীরা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে।

আজ মঙ্গলবার সকালে কৃষ্ণনগরের নিজ বাড়ি থেকে হামিদা বেগমকে বিতাড়িত করে দুর্বৃত্তরা। এসময় মামলা না তুললে পরিবারের সব সদস্যসহ তাকে জানে মেরে ফেলারও হুমকি দেয় বলে জানান ভুক্তভোগী হামিদা বেগম। এরপর তিনি কোন উপায় না পেয়ে হেল্প লাইন ৯৯৯ এ ফোন দিয়ে কোন মতে প্রায় বাঁচিয়ে সন্তানসহ বাসা থেকে বের হয়ে আসেন তিনি।

তিনি জানান, গত ৮ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় কৃষ্ণনগর ইউনিয়নের চর কৃষ্ণনগর ভাটিয়াপাড়া গ্রামের প্রতিবেশী জৈনক মাজেদ শেখ (৫০) পিতা- মৃত খোরশেদ শেখ, রানা শেখ (৩০) পিতা- মাজেদ শেখ ও ময়না বেগম (৪৮) স্বামী- মাজেদ শেখ কতৃক সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। এরপর তারা ফরিদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে ফরিদপুর বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নং আমলী আদালতে একটি সিআর মামলার আবেদন করেন। আলাদত ১৮ ডিসেম্বর সিআর মামলাটি আমলে নিয়ে কোতয়ালি থানাকে তদন্তের দায়িত্ব দেন। মামলাটি ফরিদপুরের কোতয়ালি থানার হয়ে তদন্ত করছেন থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হীরামন বিশ্বাস।

তারপর থেকে আসামীরা হামিদা বেগম ও তার পরিবারকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে বলে জানান তিনি। মঙ্গলবার ওই আসামীরাসহ আরো কিছু বহিরাগত সন্ত্রাসীদের সাথে নিয়ে হামিদা বেগমকে পরিবারসহ মেরে ফেলার হুমকি দিয়ে তাকে বাসা থেকে বিতাড়িত করে।

এবিষয়ে ফরিদপুর কোতয়ালি থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মো. জাফর ইকবাল হামিদা বেগমকে বাসায় ফিরে যেতে বলেন এবং এরপর কোন অপ্রীতিকর ঘটনার আভাস পেলে সঙ্গে সঙ্গে থানা পুলিশকে জানাতে পরামর্শ দেন। এছাড়া, ভুক্তভোগীর করা মামলাটির তদন্তের দায়িত্বে থাকা কোতয়ালি থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হীরামন বিশ্বাস দুই একদিনের মধ্যে মামলাটির তদন্ত শুরু করবেন বলে জানান।

এদিকে, একাধিক মাধ্যমে যোগাযোগ করেও মাজেদ শেখ ও তার ছেলে রানা শেখের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

(আরআর/এসপি/ডিসেম্বর ৩১, ২০২৪)