বিনোদন ডেস্ক : ক্রমেই আবুধাবিতে বাড়ছে চলচ্চিত্রের শুটিংয়ের ব্যস্ততা। বিশ্বের নানা দেশের নির্মাতারা শুটিংয়ের জন্য মরুর এই দেশটিকে বেশ পছন্দ করেন। আর চাহিদার কথা চিন্তা করে আবু ধাবিও এই খাতে বেশ মনযোগী হয়েছে। তারা নিত্য নতুন সিদ্ধান্ত গ্রহণ করছে আরও বেশি গ্রাহক তৈরি করতে।

যার অংশ হিসেবে আবুধাবি ফিল্ম কমিশন তার নতুন রিবেট বৃদ্ধি করে ৫০% পর্যন্ত করেছে। এই রিবেট হলো কোনো পণ্য বা সেবা কেনার পর কিছু টাকা ফেরত দেওয়া। অর্থাৎ একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ ছাড়ও বলা যায় এটিকে। খরচের পর এটি ফেরত পাওয়া যায়। সাধারণত এটি প্রোডাকশন বা ব্যবসায়িক খরচের একটি অংশ হিসেবে প্রদান করা হয়। উদাহরণস্বরূপ, যদি কোনো চলচ্চিত্র বা টিভি শুটিং কোম্পানি আবু ধাবিতে কাজ করে, তবে তাদের যোগ্য ব্যয়ের উপর নির্দিষ্ট শতাংশ হিসেবে রিবেট দেওয়া হবে, যা তাদের খরচের একটি অংশ ফিরিয়ে দেওয়া হবে।

সেই রিবেটের পরিমাণে পরিবর্তন এনেছে আবুধাবি যা নতুন বছরের জানুয়ারি থেকে কার্যকর হবে। অক্টোবর মাসে আবুধাবি ফিল্ম কমিশন পূর্বের ৩০% রিবেট বৃদ্ধি করে ৩৫% করেছিল। এখন তারা জানিয়েছে যে, ৩৫% রিবেটের বেসলাইন ছাড়াও, কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করলে প্রযোজনা কোম্পানিগুলি ৫০% পর্যন্ত রিবেট পাবে।

এই শর্তগুলোর মধ্যে রয়েছে আবুধাবির জাতীয় ইতিহাস, সংস্কৃতি এবং দেশটির পরিচিতি কাহিনীতে অন্তর্ভুক্ত করা, পোস্ট-প্রোডাকশন কাজ সম্পূর্ণভাবে আবু ধাবিতে করা এবং মূল ইউনিটের উৎপাদন আবু ধাবিতে বা পুরো কাজটি আবু ধাবিতে চিত্রায়িত করা।

এছাড়া রিবেটের মোট ক্যাপ ৫ মিলিয়ন ডলার থেকে বৃদ্ধি করে ১০ মিলিয়ন করা হয়েছে। এটি যোগ্য উৎপাদন ব্যয়ের উপর প্রযোজনা কোম্পানিগুলো পেতে পারবে। এই নতুন পদক্ষেপটি শুধুমাত্র চলচ্চিত্র এবং টিভি সিরিজের শুটিংই নয় বরং গেম শো, রিয়ালিটি শো, অ্যানিমেশন এবং বিভিন্ন ধরনের শর্টস নির্মাণের ক্ষেত্রেও প্রযোজ্য। মূলত নির্মাতাদের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্য হিসেবে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আবুধাবি ফিল্ম কমিশনের প্রধান নির্বাহী সমীর আল জাবেরি জানিয়েছেন, ‘প্রথমে ৩০% থেকে ৩৫% রিবেট বৃদ্ধির পর আমরা ব্যাপক সাড়া পেয়েছি। এখন নতুন শর্তসহ নতুন সুবিধা আন্তর্জাতিকভাবে আরও বেশি সাড়া ফেলবে বলে প্রত্যাশা করছি।’

এই বছরের মধ্যে আবুধাবিতে বলিউড ও হলিউডের বেশ কিছু বড় বাজেটের সিনেমার কাজ হয়েছে। যার মধ্যে আছে ‘মিশন ইম্পসিবল : ডিড রিকনিং’, ‘স্টার ওয়ার্স : দ্য ফোর্স অ্যাওয়াকন্স’, ‘ফিউরিয়াস ৭’, ‘বিক্রম ভেদা’, ‘ভারত’ ইত্যাদি। সম্প্রতি ‘ডিউন পার্ট ২’ চলচ্চিত্রের শুটিংও আবু ধাবির লিওয়া ওএসিসে হয়েছে। সিনেমাটির মরুভূমির দৃশ্যগুলোর জন্য এই লোকেশন ব্যবহার করা হয়েছে।

(ওএস/এএস/ডিসেম্বর ৩১, ২০২৪)