রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : ভারত, নেপাল ও বাংলাদেশে আন্তঃসীমান্ত শিশু যৌন পাচার ও উদ্ধার প্রাপ্তদের পুনপাচার হ্রাস করার লক্ষ্যে বিভিন্ন প্রতিষ্ঠানের স্টেকহোল্ডারদের সাথে প্রকল্প “মুক্তি সাউথ এশিয়া” এর  সমন্বয়সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল সাড়ে তিনটায় মানবাধিকার সংগঠন রাইটস যশোরের আয়োজনে সাতক্ষীরা সদর উপজেলা ডিজিটাল কর্নারে এ সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরার ভারপ্রাপ্ত মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন্নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শোয়াইব আহমাদ। প্রকল্পের সফলতার লক্ষ্যে মতামত তুলে ধরে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ রিয়াজুল ইসলাম, কর্মসংস্থান ও জনশক্তি বিষয়ক মন্ত্রণালয়ের সাতক্ষীরা শাখার সহকারি পরিচালক মোঃ মোস্তফাজামান, রাইটস যশোরের ডেপুটি ডাইরেক্টর এসএম আজাহারুল ইসলাম, সাংবাদিক রঘুনাথ খাঁ, অ্যাড. ছবি, ব্রেকিং দা সাইলেন্সের কর্মকর্তা শরিফুল ইসলাম প্রমুখ।

বক্তারা শিশু পাচার রোধ, পাচার হওয়া শিশুদের পূর্ণবাসন, উদ্ধার হওয়া শিশুদের পুনপাচাররোধে জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি ও বেসরকারি কমিটিগুলোর কার্যকারিতা বাড়ানোর পাশাশি পারিবারিক সচেতনতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন।

(আরকে/এএস/ডিসেম্বর ৩০, ২০২৪)