তারুণ্য উৎসব উদ্বোধন করলেন ইউএনও ইমদাদুল হক তালুকদার
সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : কেন্দুয়া উপজেলা প্রশাসনের আয়োজনে মাসাধিকাল ব্যাপী তারুণ্য উৎসব ২০২৫ উদ্বোধন করা হয়। বেলুন উড়িয়ে তারণ্য উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার।
আজ সোমবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে একটি শোভাযাত্রা বের করে কেন্দুয়া পৌরশহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন শেষে জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় খেলার মাঠে গিয়ে শোভাযাত্রাটি শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার।
তিনি বলেন, তরুণরাই গড়বে দেশ। তাদেরকে প্রেরণা দিয়ে জাগাতে হবে। তারাই তাদের শ্রম, ঘাম, মেধা দিয়ে বদলে দেবেন দেশ, বদলে দেবেন পৃথিবী। তিনি সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে তরুণদের কাজে প্রেরণা দেওয়ার আহ্বান জানান।
তারুণ্য উৎসব উদযাপন কমিটি সদস্য সচিব এলজিইডির কেন্দুয়া উপজেলা প্রকৌশলী মো: আল আমীন সরকার বলেন, যুগে যুগেই দেশ গঠনে তরুণদের ভূমিকা ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে থাকবে। তিনিও তরুণ সমাজের কাজে সকলকে আন্তরিক সহযোগিতা করার আহ্বান জানান।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: নূরুজ্জামানের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন, দেশ বরেণ্য লোক শিল্পী আব্দুল কদ্দুস বয়াতী, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: মুজিবুর রহমান মজনু, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মো: সেকুল ইসলাম খান ও বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কারী মো: নাহিদ হাসান।
পরে অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার উপজেলা পরিষদ মিলনায়তনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভার শুরুতেই তারণ্য উৎসবের বিস্তারিত কর্মসূচি ঘোষনা করেন।
(এসবি/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৪)