সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : কেন্দুয়া উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা আজ সোমবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তানে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার। সভায় মাদক, জুয়া, ইভটিজিং নির্মুলে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। এছাড়া উপজেলা সদরের যানজট নিরসনে পদক্ষেপ গ্রহণের দাবি উঠে। সংবাদপত্র ও মুক্তসাধীন সাংবাদিকতার উপর মুক্ত আলোচনা হয়। সব মিলিয়ে একটি সুন্দর ও মানবিক কেন্দুয়া গঠন করার ক্ষেত্রে সকলেই মতামত ব্যক্ত করেন। 

সভায় বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী আল আমিন সরকার, কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, কৃষি অফিসার মো: হুমায়ুন দিলদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: নূরুজ্জামান, গন্ডা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ মো: শহিদুল ইসলাম কল্যাণ, দুর্নীতি প্রতিরোধ কমিটি কেন্দুয়া উপজেলা শাখার সভাপতি মো: মহিউদ্দিন আহম্মেদ, কেন্দুয়া প্রেস ক্লাবের সভাপতি মো: সেকুল ইসলাম খান, উপজেলা প্রেসক্লাব সভাপতি সমকাল সাংবাদিক সমরেন্দ্র বিশ্বশর্মা, সাংবাদিক শাহ্-আলী তৌফিক রিপন ও সাংবাদিক রুকন উদ্দিন প্রমুখ।

সভায় সভাপতির বক্তব্যে ইমদাদুল হক তালুকদার বলেন, সকলে মিলেমিশে আমাদের কেন্দুয়াকে আগামী দিনে সুন্দর ও মানবিক কেন্দুয়ায় রূপ দিতে একান্তভাবে চেষ্টা চালাতে হবে। আশাকরি এই প্রতিযোগিতার দৌড়ে সবাই আন্তরিক ভাবে এগিয়ে আসবেন।

(এসবি/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৪)