তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অনুমোদনহীন ৩৯০ কেজি জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসব সার রাখার দায়ের কাশিয়ানী উপজেলার মাজড়া বাজারের সার ব্যবসায়ী মোঃ ইয়াসিন মোল্লাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

আজ সোমবার দুপুরে ওই বাজারে অভিযান চালিয়ে কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা জান্নাত এ জরিমানা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা জান্নাত জানান, মাজড়া বাজারের একটি দোকান ভেজাল সার মজুদ করে বিক্রি করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা হয়। এ সময় ওই বাজারের ব্যবসায়ী মোঃ ইয়াসিন মোল্লার দোকান থেকে অনুমোদনহীন ২০০ কেজি জিংক ও ১৯০ কেজি এসওপি সার সার সহ মোট ৩৯০ কেজি সার জব্দ করা হয়। এসব অবৈধ সার মজুদ ও বিক্রির দায়ে ব্যবসায়ী মোঃ ইয়াসিন মোল্লাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । জব্দকৃত সার গর্ত করে মাটিতে পুতে ফেলা হয়। এছাড়া সারের প্যাকেট পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কাজী এজাজুল করিম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মধুসুদন দে এ সময় উপস্থিত ছিলেন।

(টিবি/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৪)