ফরিদপুরে ডা. শাহীনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দুই ঘণ্টার প্রতীকী কর্মবিরতি চিকিৎসকদের
রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের সহকারি অধ্যাপক ডা. শাহীন আক্তার (জোদ্দার) এর ওপর হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার প্রতিবাদে, দুই ঘণ্টা প্রতীকী কর্মবিরতি ও কালো ব্যাচ ধারণ কর্মসূচি পালন করেছে ফরিদপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সদস্যরা।
এসময় তাদের ওই কর্মসূচির সাথে একাত্মা প্রকাশ করে ওই হাৃমলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ), ফরিদপুর জেলা শাখা।
আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রতীকী কর্মবিরতি চলাকালীন এক সংক্ষিপ্ত সমাবেশ করেন উপস্থিত চিকিৎসকেরা। ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. দিলরুবা জেবা এর সভাপতিত্বে ওই সমাবেশে বক্তব্য রাখেন ফরিদপুর মেডিকেল কলেজের উপাধ্যাক্ষ অধ্যাপক ডা. স্বপন কুমার বিশ্বাস, ফরিদপুর মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. সানিয়াত জাহান, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. হুমায়ুন কবীর প্রমুখ।
এসময় ফরিদপুর মেডিকেল কলেজ ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অন্যান্য চিকিৎসকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, 'অতিদ্রুত যদি ডা. শাহীন আক্তার (জোদ্দার) এর ওপর হামলাকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তি নিশ্চিগ না করা হয়, তাহলে আমরা ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচী দিতে বাধ্য থাকবো।’
তারা আরো বলেন, আমরা সাধারন মানুষকে আমাদের সেবা থেকে বঞ্চিত করতে চাইনা কিন্তু আমরা যদি কর্মক্ষেত্রে নিরাপত্তাই না পাই, তাহলে আমরা কিভাবে সেবা দিবো।’
এসময় তারা অতিদ্রুত হাৃমলাকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়া, প্রশাসন এখনও কেনো প্রধান আসামীকে গ্রেফতার করতে পারছেনা, সেটাও জানতে চান উপস্থিত চিকিৎসকবৃন্দ।
(আরআর/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৪)