পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউনিয়নে জিয়া মঞ্চের আলোচনা সভা ও কমিটি গঠন
রবিউল ইসলাম, গাইবান্ধা : গাইবান্ধার পলাশবাড়ীর কিশোরগাড়ী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে জিয়া মঞ্চের আলোচনা সভা ও কমিটি গঠন করা হয়েছে।
গতকাল রবিবার সন্ধ্যায় বড় শিমুলতলা উচ্চ বিদ্যালয় মাঠে কমিটি গঠন পূর্বক আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা লিটন, বেনজীর, শাহীনসহ ইউনিয়ন ও ওয়ার্ডের বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে আব্দুল হান্নান শেখকে সভাপতি ও রাজ্জাক মিয়াকে রানা মিয়াকে সাধারণ সম্পাদক করে ৩ নম্বর ওয়ার্ড জিয়া মঞ্চের ৯ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়, আংশিক কমিটিকে নির্দিষ্ট সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করতে বলা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ-সভাপতি যথাক্রমে সেকেন্দার আলী ও এনজান আলী, সহ- সাধারণ যথাক্রমে আব্দুস সালাম প্রামানিক ও জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক, জাইদুল ইসলাম, সহ- সাংগঠনিক সম্পাদক যথাক্রমে মশিউর রহমান ও জহুরুল ইসলাম।
(আরআই/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৪)