আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : সাম্য, মানবিক রাষ্ট্র গঠনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাবনা বাস্তবায়নে বিএনপির নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আকন কুদ্দুসুর রহমানের নির্দেশনায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল রবিবার সন্ধ্যায় জেলার গৌরনদী উপজেলার বড় কসবা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা উত্তর বিএনপির সিনিয়র সদস্য, গৌরনদী পৌর বিএনপির সাবেক সভাপতি ও আশির দশকের কেন্দ্রীয় ছাত্রনেতা এসএম মনিরুজ্জামান মনির।

বিএনপি নেতা মো. নিজাম আকনের সভাপতিত্বে ও পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাব সরদারের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা উত্তর যুবদলের যুগ্ন আহবায়ক এমএ গফুর সরদার, সদস্য মো. মাসুম হাওলাদার, উপজেলা শ্রমিকদলের সভাপতি সরোয়ার মোল্লা, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক নুর আলম হাওলাদার, পৌর বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রকিব গাজী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক আল মামুন খান, পৌর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক শহিদ সরদার প্রমুখ।

(টিবি/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৪)