আঞ্চলিক প্রতিনধি, বরিশাল : ঢাকার খিলগাঁও তিলপাপাড়া এলাকার একটি বাসা থেকে বরিশাল সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিরের সভাপতি সাইদুর রহমান রিন্টুকে গ্রেপ্তার করেছে খিলগাঁও থানা পুলিশ। গ্রেপ্তারকৃত রিন্টু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ঘনিষ্ঠজন ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সুন্দরবন লঞ্চের মালিক।

খিলগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) দাউদ হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, রবিবার দিবাগত রাতে খিলগাঁও তিলপাপাড়া এলাকার একটি বাসা থেকে সাইদুর রহমান রিন্টুকে গ্রেপ্তার করা হয়েছে।

ওসি আরও জানান, রিন্টুকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়াও বরিশালে তার বিরুদ্ধে মামলা রয়েছে।

(টিবি/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৪)