দিনাজপুরে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা
শাহ্ আলম শাহী, দিনাজপুর : দিনাজপুরের বীরগঞ্জে ৫ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রাজু ইসলাম (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। শিশুটিকে মুমূর্ষু অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার দুপুরে বীরগঞ্জ থানায় এ অভিযোগে মামলা দায়ের করে করেছে ধর্ষনের শিকার শিশুর মা।
অভিযুক্ত রাজু উপজেলার শতগ্রাম ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত. আফসার আলীর ছেলে। তার বিরুদ্ধে এর আগেও আরেকটি ধর্ষণ মামলা রয়েছে।
থানায় দায়েরকৃত অভিযোগ ও স্থানীয়দের সুত্রে জানা গেছে, রবিবার (২৯ ডিসেম্বর) সকাল ৯টায় শিশুকন্যাটি আমলকি গাছের আমলকি কুড়াতে যায়। সেখানে রাজু শিশুটিকে একা দেখতে জোরপূর্বক তার শয়ন ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করে। শিশুটি চিৎকার শুরু করলে ছেড়ে দিলে নানার বাড়িতে এসে কান্নাকাটি করতে থাকে। তখন তাকে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার বিস্তারিত জানায়। ব্যথায় ফটফট করতে থাকে। প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার গ্রহণ করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। শিশুটির অবস্থা আশংকাজনক বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও অভিযুক্ত রাজুকে গ্রেফতার করতে পারেনি। রাজু পলাতক থাকায় তাকে আটক করতে পারেনি বলে পুলিশ জানিয়েছে।
বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, শিশুটির মা নিজেই বাদী হয়ে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছে। আসামিকে গ্রেফতার করতে পুলিশ তৎপরতা অব্যাহত রেখেছে।
(এসএস/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৪)