১১ দিনের মাথায় ইউনিয়ন বিএনপির কমিটি বাতিল
তুষার বিশ্বাস, গোপালগঞ্জ : কমিটি গঠনের ১১ দিনের মাথায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়ন বিএনপি'র আহবায়ক কমিটি বাতিল করা হয়েছে।
আজ সোমবার সকালে উপজেলা বিএপির সভাপতি মো. গোলাম মোস্তফা ও সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।
পত্রে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিদ্ধান্ত ক্রমে ওড়াকান্দি ইউনিয়ন জাতীয়তাবাদী দলের ১৯ ডিসেম্বর তারিখ গঠিত ৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বাতিল করা হলো।
এ ব্যাপারে কাশিয়ানী উপজেলা বিএপির সাধারন সম্পাদক শেখ মো. সেলিম বলেন, ওড়াকান্দি ইউনিয়ন বিএনপি'র আহবায়ক কমিটি গঠনের পর কমিটির সদস্যরা দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িয়ে পড়েন। এ সংক্রান্ত অভিযোগ আমাদের কাছে আসে।অভিযোগের সত্যতা পেয়ে ওই কমিটি বাতিল করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গে কেউ বিএনপি করতে পারবে না।দলের কেন্দ্রীয় কমিটি এ ধরনের সিদ্ধন্ত নিয়েছে। এ সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানিয়ে কাশিয়ানী উপজেলা বিএনপি ওড়াকান্দি ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটি বাতিল করেছে।
সদ্য বাদপড়া ওড়াকান্দি ইউনিয়ন জাতীয়তাবাদী দলের আহবায়ক মোঃ মাসুদ মোল্লা বলেন, জেলা বিএনপির সাবেক সভাপতি এমএইচ খান মঞ্জু সম্প্রতি ওড়াকান্দি ইউনিয়নের আড়কান্দি গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা সম্বলিত লিফলেট বিতরণ করেন। এমএইচ খান মঞ্জুর আমন্ত্রণে লিফলেট বিতরণে যোগ দেই। এমএইচ খান মঞ্জু জেলা বিএনপির কমিটিতে আছেন কিনা তা আমি জানি না। সেখানে যোগ দেওয়ায় নাকি দলীয় শৃংখলা ভঙ্গ হয়েছে। এ অপরাধে আমাদের আহবায়ক কমিটি বাতিল করা হয়েছে।
(টিবি/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৪)