ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের সাথে ইউএনওর মতবিনিময়
ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন।
আজ সোমবার উপজেলা পরিষদ হলরুমে এ পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য যে, মো. এরশাদুল আহমেদ গত ১৮ ডিসেম্বর জেলা প্রশাসকের কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের পর ২৬ ডিসেম্বর ঈশ্বরগঞ্জ উপজেলায় দায়িত্ব বুঝে নেন। মতবিনিময় ও পরিচিতি সভায় উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিত হয়ে উপজেলার বিভিন্ন সমস্যার কথা শুনেন।
এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওবায়দুর রহমানসহ কর্মরত সাংবাদিকবৃন্দ।
(এন/এসপি/ডিসেম্বর ৩০, ২০২৪)