বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমাণ লাইব্রেরির কার্যক্রম সাময়িক বন্ধ
স্টাফ রিপোর্টার : বিশ্বসাহিত্য কেন্দ্র পরিচালিত ভ্রাম্যমাণ লাইব্রেরির কার্যক্রম নতুন বছরের শুরুতে সাময়িক বন্ধ হচ্ছে। যে প্রকল্পের অধীনে এ কার্যক্রম চলছে, তার মেয়াদ শেষ হওয়ার কারণে এ সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
রবিবার (২৯ ডিসেম্বর) বিশ্বসাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। তথ্যমতে, চলমান প্রকল্পের মেয়াদ শেষ হচ্ছে ৩১ ডিসেম্বর। এরপর প্রকল্পটির মেয়াদ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। নতুন করে মেয়াদ না বাড়ানো পর্যন্ত কিছু দিন এ সেবা বন্ধ থাকবে।
বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশ্বসাহিত্য কেন্দ্র ২৫ বছর ধরে ভ্রাম্যমাণ লাইব্রেরি কার্যক্রম পরিচালনা করে দেশবাসীর বুদ্ধিভিত্তিক ও সাংস্কৃতিক উৎকর্ষ সাধনের চেষ্টা করছে। ভ্রাম্যমাণ লাইব্রেরির গাড়ির সংখ্যা ৭৬টি। এ গাড়িগুলো দেশের তিন হাজার ২০০ এলাকায় বই দেওয়া-নেওয়া করে, অর্থাৎ সমানসংখ্যক ছোট লাইব্রেরির কাজ করে।
আরও বলা হয়, এ লাইব্রেরির পাঠক সংখ্যা প্রায় ৫ লাখ (নিয়মিত ও অনিয়মিত)। বিপুলসংখ্যক গাড়ি পরিচালনার ব্যয় বিশ্বসাহিত্য কেন্দ্রের একার পক্ষে বহন করা সম্ভব নয়। তাই গাড়ি ও বই নিজস্ব হওয়া সত্ত্বেও জনবল ও রক্ষণাবেক্ষণের অর্থ বিভিন্ন সূত্র থেকে সংগ্রহ করে কার্যক্রম চালাতে হয়।
(ওএস/এএস/ডিসেম্বর ৩০, ২০২৪)