রিপন মারমা, রাঙ্গামাটি : পার্বত্য জেলা রাঙ্গামাটির কাপ্তাইয়ে হাতি- মানুষের দ্বন্দ্ব নিরসনে ইআরটি সদস্যদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ২৯ (ডিসেম্বর)  বিকালে বন বিভাগের 'বনফুল' হল রুমে এই সভার আয়োজন করা হয়।

পার্বত‌্য চট্রগ্রাম দ‌ক্ষিণ বন বিভাগ রাঙ্গামাটির সহকারী বন সংরক্ষক মাসুম আলম এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা জিসান বিন মাজেদ। এসময় তিনি বলেন, হাতি এবং মানুষের দ্বন্দ্ব নিরসনে বন বিভাগ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

পাহাড়ের বনাঞ্চলে হাতির খাবার সংকটের কারণে হাতি খাবারের সন্ধানে লোকালয়ে চলে আসতেছে। আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে এবং হাতির বসবাসের স্থান যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা এএসএম ম‌হি উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) স্বরুপ মহুরী।

এ মত বিনিময় সভায় কর্ণফুলী রেঞ্জ কর্মকর্তা ও সহকারী বন সংরক্ষণ আবু কাউসার, কর্ণফুলী রেঞ্জের সদর বিট অফিসার মোঃ মনিরুল ইসলাম সহ বন বিভাগের কর্মকর্তা/কর্মচারীগন উপস্থিত ছি‌লেন। উক্ত বিনিময় সভায় ৪০ জন ইআরটি সদস্য অংশগ্রহণ করেন।

(আরএম/এএস/ডিসেম্বর ২৯, ২০২৪)