একে আজাদ, রাজবাড়ী : এই রাষ্ট্রকে মেরামত ও পুনর্গঠন করতে হবে। দেশের জনগণের হাতেই দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনে জয়লাভের পর রাজনৈতিক দলসমূহের সমন্বয়ে একটি ‘জনকল্যাণমূলক জাতীয় ঐকমত্যের সরকার’ প্রতিষ্ঠা করা হবে।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজবাড়ীর পাংশায় জনসমাবেশে এসব কথা বলেন রাজবাড়ী ২ আসনের গণমানুষের নেতা মোহাম্মদ হারুন অর রশিদ। শনিবার উপজেলার মাছপাড়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মোঃ শাহাবুদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট লিয়াকত আলী বাবু, পাংশা উপজেলা বিএনপি সভাপতি চাঁদ আলী খান, পাংশা পৌর বিএনপির সভাপতি মোঃ বাহারাম সরদারসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও অন্যান্যরা।

এসময় বক্তারা বলেন,আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সফলভাবে সমাবেশ পালিত হয়েছে।

(একে/এএস/ডিসেম্বর ২৯, ২০২৪)