সাতক্ষীরায় পূর্ব বিরোধের জেরে ব্যবসা প্রতিষ্ঠান ও প্রবাসী তিন সহোদরের বাড়িতে ভাংচুর ও লুটপাট
রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : পূর্ব বিরোধকে কেন্দ্র করে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান ও প্রবাসী তিন সহোদরের বাড়িতে ভাংচুর ও লুটপাট চালানো হয়েছে। রবিবার সকালে সাতক্ষীরা সদরের বঁশদহা ইউনিয়নের হাওয়ালখালি ও শনিবার বিকেলে একই ইউনিয়নের রেউই বাজারে এসব ঘটনা ঘটে।
সৌদি প্রবাসী মৃগিডাঙা গ্রামের শাহজাহানের স্ত্রী ফেরদৌসি খাতুন জানান, বাড়ির পার্শ্ববর্তী বিলে ৫১ শতক জমি ও ভিটাবাড়ির সীমানা প্রাচীর দেওয়াকে কেন্দ্র করে তারচাচাত দেবরদের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত শুক্রবার বিকেলে শালিসি বৈঠকে মীমাংসা না হলেও পরবর্তীতে আবারো বসাবসির সিদ্ধান্ত হয়। ওই শালিসে তাদের পক্ষে বাঁশদহা বাজারের ব্যবসায়ি মোতাহার হোসেন ও আক্কাস তাদের পক্ষে হাজির ছিলেন। এরই জের ধরে প্রতিপক্ষ‘মৃত নাজের আলীর ছেলে শফিকুল ইসলাম ও আনিছুর রহমানসহ কয়েকজন শনিবার বিকেলে মোতাহারের দুটি মুদি দোকান ও আক্কাসের ডেকরেটর দোকানে ভাংচুর ও লুটপাট করে। এতে ওই ব্যবসায়িদের তিন লক্ষাধিক টাকার মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে।
ফেরদৌসি খাতুন আরো জানান, মোতাহার ও আক্কাসের ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট নিয়ে প্রতিবাদ করায় রবিবার সকাল ৯টার দিকে মৃগিডাঙা গ্রামের মৃত. নাজের আলীর ছেলে শফিকুল ইসলাম, আনিসুর রহমান, আশারুল ও সাইফুল, মৃত উজির আলীর ছেলে অছিকুল ইসলাম, মিঠু ও মেয়ে ডলি বেগম, রফিকুলের ছেলে শাহিন ও মামুন, মৃত সমছেরের ছেলে সাজদ্দীসহ কয়েকজন ধারালো দা, বাঁশের লাঠি ও জিআই পাইপ নিয়ে তারসহ দুই দেবর জাহাঙ্গীর ও আলমগীরের বাড়িতে হামলা চালায়। তারা তাদের তিন বাড়ির বিভিন্ন জানালার থাই গ্লাস, আসবাবপত্র, টিভি, রান্নাঘর, গোয়ালঘর, বাথরুমের পাইপ ভাংচুর করে। তারা তিনটি পরিবারের ঘরের বাক্স কুপিয়ে ভাংচুর করে দেড় লক্ষ টাকা, ৩ ভরি ওজনের সোনার চেইন, রুলি ও কানের দুল নিয়ে চলে যায়। জীবন বাঁচাতে তারা বাড়ি ছেড়ে চলে আসেন। বর্তমানে তার নতুন করে হামলার ভয়ে থানায় কোন অভিযোগ দিতে পারছেন না বা বাড়িতে যেতে পারছেন না।
এ ব্যাপারে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শামিনুল হকের সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।
(আরকে/এএস/ডিসেম্বর ২৯, ২০২৪)