দীপক চন্দ্র পাল, ধামরাই : সরকারের ধর্ম মন্ত্রণালয় পরিচালিত মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর ৬ষ্ঠ পর্যায় ও হিন্দু কল্যাণ ট্রাস্ট্রের অধীনে ঢাকা জেলার ধামরাইয়ের ৪৩ টি মন্দির ভিক্তিক শিক্ষা কেন্দ্রের নতুন বছরের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সকল শিক্ষা উপকরণ স্ব স্ব শিক্ষালয়ের শিক্ষকদের মাঝে বিতরণ করা হয়েছে।

সরকারের ধর্ম মন্ত্রণালয় বিষযক পরিচালিত মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম এর ৬ষ্ঠ পর্যায় ও হিন্দু কল্যাণ ট্রাাষ্টের অধীনে ঢাকার ধামরাইয়ের ৪৩ মন্দির ভিত্তিক শিক্ষালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে আগামী ১ জানুয়ারি একযোগে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে বলে জানান সংশ্লিষ্ট শিক্ষালয়ের ফিল্ড সুপারভাইজার পলাশ চন্দ্র পাল।

এ উপলক্ষ্যে আজ সকালে ধামরাই উপজেলার মন্দির ভিত্তিক শিক্ষালয়ের শিক্ষকবৃন্দ ধামরাইয়ে চার শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধাব দেবের মন্দির চত্তরে এসে জড়ো হয়। উৎসব মুখর পরিবেশে এখানে ঢাকা জেলা প্রকল্প সহকারী পরিচালক পিযূস সাহার উপস্থিতিতে এই বই বিতরন কার্যক্রম অনুষ্ঠিত হয়।

তিনি বলেন এই বই বিতরণ কার্যক্রম আগামী ১ জানুয়ারি বছরের প্রথম দিনই যেনো সংশ্লিষ্ট শিক্ষালয়ের শিক্ষার্থীরা হাতে পায় তার জন্যই এ পদক্ষেপ বলে জানান।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুজা উদযাপন পরিষদের ঢাকা জেলা কমিটির সাধারন সম্পাদক ও ধামরাইয়ে চার শত বছরের পুরোনো ঐতিহ্যবাহী শ্রীশ্রী যশোমাধাব দেবের মন্দির কমিটির যগ্ম সাধারণ সম্পাদক নন্দ গোপাল সেন, মন্দির কমিটির সিনিয়র সহ সভাপতি শ্রী অসিত বরন গোস্বামীসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপস্থিত ধামরাই ভাটার খোলা মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের পরিচালিত স্কুলের প্রধান শিক্ষীকা সঙ্গীতা সরকার বলেন আমাদের শিক্ষালয়ে ৩০ জন শিক্ষার্থী রয়েছে। আজ সরকার প্রদত্ত বই,খাতা ,কলম,রং পেন্সিল সহ বিভিন্ন সকল শিক্ষা উপকরন হাতে পেলাম। আমরা ১লা জানুয়ারী এক যোগে সকল শিক্ষার্থীদের মাঝে সরকারের নির্দেশ মোতাবেক বিতরন করবো। এই শিক্ষা কার্যক্রমে ছোট্ট মনিরা প্রাথমিক ভাবে অক্ষর জ্ঞান অর্জন ও হাতেরে লেখায় অনেকটাই পরিপক্ক হয়ে উঠছে বলেন। পাশাপাশি ধর্শীয় জ্ঞানও লাভ করছে বলেন।

(ডিসিপি/এএস/ডিসেম্বর ২৯, ২০২৪)