গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুরে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ট্রেন স্টেশনের যাত্রা বিরতির দাবিতে সর্বদলীয় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

রবিবার বেলা ১১টায় মুকসুদপুর কলেজ মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কের উপরে দাড়িয়ে হাতে হাত ধরে এ মানববন্ধন কর্মসূচী পালন করে মুকসুদপুর এলাকার মানুষ। মানববন্ধনে বিএনপি, জামাত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন সহ ইসলামিক দল গুলোর নেতা-কর্মিরা অংশ নেন।

উল্লেখ্য, ঢাকা-খুলনা, ঢাকা-বেনাপোল আন্তঃনগর রেল মুকসুদপুর রেল স্টেশনে যাত্রা বিরতি না করে কাশিয়ানী রেল জংশনে গিয়ে যাত্রা বিরতি করে।এতে শুধু গোপালগঞ্জের মুকসুদপুরের যাত্রী সাধারনই নয় পার্শ্ববতী ফরিদপুরের সালথা, নগরকান্দা উপজেলার যাত্রী সাধারন রেল যাত্রার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

(এমএস/এএস/ডিসেম্বর ২৯, ২০২৪)