পঞ্চগড়ে সেবা সংস্থার শীতবস্ত্র বিতরণ
স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : দেশের সর্ব উত্তরের পঞ্চগড় জেলার তেতুলিয়া উপজেলার অর্ধ শতাধিক দরিদ্র নারী-পুরুষ, বয়োঃবৃদ্ধ, শিশু-কিশোরদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছে বাংলাদেশ মেধাবী ও দুস্থ সহযোগী সেবা সংস্থা নামের একটি সমাজসেবী প্রতিষ্ঠান। ২৮ ডিসেম্বর শনিবার দুপুর শীতবস্ত্র বিতরণে সংগঠনটির নেতৃত্ব দেন মো. সাদমান সাকিব।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাহাতাফ হাসান জিসান, জাফর ইকবাল ইনান ও তাহমিদুল হাসান।
বিতরণকারী সদস্যরা বলেন, আমরা অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্যই এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছি।
(এআর/এএস/ডিসেম্বর ২৮, ২০২৪)