ফ্রিজে সংরক্ষণ করে মাংস বিক্রি করার দায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
একে আজাদ, রাজবাড়ী : ফ্রিজে সংরক্ষণ করে রাখা গরুর মাংসে রক্ত মিশিয়ে বিক্রির দায়ে জাফর খাঁ (৪০) নামের এক মাংস ব্যবসায়ীকে এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজবাড়ীর পাংশা রেলগেট এলাকায় অভিযান চালিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান রুবেল এ অর্থদণ্ড দেন।
মাংস ব্যবসায়ী জাফর খাঁ পাংশা উপজেলার যশাই ইউনিয়নের চরলক্ষ্মীপুর গ্রামের হোসেন খাঁ'র ছেলে।সে দীর্ঘদিন ধরে পাংশা রেলগেট এলাকায় মাংস বিক্রি করেন।
জানা যায়, পাংশা পৌর শহরের রেলগেট এলাকায় ফ্রিজে সংরক্ষণ করা গরুর মাংসে রক্ত মিশিয়ে বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪২ ধারায় দুই মাসের কারাদণ্ড অনাদায়ে এক লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়। এ সময় মাংস ব্যবসায়ী জাফর খাঁ তার অপরাধ স্বীকার করেন এবং এক লক্ষ টাকা অর্থডণ্ড প্রদান করেন।
এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করেন, পাংশা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাজিদ ও সঙ্গীয় ফোর্স। এসময় উপস্থিত ছিলেন, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তৈয়বুর রহমান।
(একে/এএস/ডিসেম্বর ২৮, ২০২৪)