গোপালগঞ্জে বাস চাপায় শিশু নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জ সদর উপজেলার চরগোবরা নামক স্থানে বাসের চাপায় পাঁচ বছর বয়সী শিশু আসিয়া খাতুন নিহত হয়েছে। সে চরগোবরা গ্রামের আলমগীর শেখের মেয়ে।
শনিবার বিকেলে বাড়ির সামনে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চর গোবরা গ্রামে রাস্তা পারাপারের সময় তাকে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী এনা পরিবহনের একটি বাস চাপা দেয়। এতে সে মারাত্মক আহত হলে সদর হাসপাতালে আনা হলে সেখানে কর্তব্যরতঃ চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ওসি আবুল হাসেম মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
(এমএস/এএস/ডিসেম্বর ২৮, ২০২৪)