রবিউল ইসলাম, গাইবান্ধা : পূর্ব শত্রুতার জের ধরে গাইবান্ধার পলাশবাড়ীতে রাতের আঁধারে জমির ১১৫টি গাছ কর্তন করেছে দুর্বৃত্তরা।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের নয় আনা নওদা গ্রামে। এ ব্যাপারে বেলী বেগম বাদী হয়ে পলাশবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে ওই গ্রামের বাদশা মিয়ার স্ত্রী বেলী তাদের বাড়ীর পাশের জমিতে বছর খানেক আগে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন করে পরিচর্চা করে আসছিলেন, গেলো বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ওই জমি কাজ করে বাড়ী ফিরলে পরের দিন শুক্রবার সকালে জমিতে গিয়ে দেখতে পায় গাছগুলোর গোড়া পর্যন্ত কে বা কারা কেটে নিয়ে গেছে।

সঠিক বিচার চেয়ে বেলী বেগম জানান, শত্রুতা করেই এই গাছগুলো কর্তন করেছে। এতে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টো জানান, গাছ কর্তনের ব্যাপারে বেলী বেগম থানায় অভিযোগ করেছেন,তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

(আরআই/এএস/ডিসেম্বর ২৮, ২০২৪)