সুবর্ণচরে শহীদ জিয়া স্মৃতি নাইট শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : নোয়াখালী সুবর্ণচর উপজেলায় বিশিষ্ট সমাজ সেবক আহসান উল্যাহ শামীম ও নুর হোসেন এর আয়োজনে শহীদ জিয়া স্মৃতি নাইট শর্টপিচ ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) রাত ১০ টায় সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের শান্ত মার্কেট সংলগ্ন মাঠে টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।
পূর্ব চরবাটা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফয়েজুল ইসলামের সভাপতিত্বে এবং ধারাভাষ্যকান কাল কালোর সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে অফিস উদ্বোধন করেন নোয়াখালী জেলা কৃষকদলের সাবেক সাধারন সম্পাদক জামাল উদ্দিন গাজী।
বিশেষ অতিথি ছিলেন- চরবাটা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সভাপতি অলি উদ্দিন সওদাগর, সুবর্ণচর উপজেলা যুব দলের সদস্য সচিব নুরুল হুদা, চরবাটা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মহি উদ্দিন মহিম, চরবাটা ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ ভুট্রু, ৭নং পূর্ব চরবাটা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলা উদ্দিন সাঈদী, সুবর্ণচর উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রিয়াজ উদ্দিন সৈকত। সহ উপজেলা-ইউনিয়নের নেতৃবৃন্দ।
উদ্ভোধনী খেলায় অংশগ্রহন করে যোবায়ের বাজার একাদশ বনাম রাকিয়া মেইল।
প্রধান অতিথি জামাল উদ্দিন গাজী বলেন, খেলাধুলা যেমন শরীরকে ভালো রাখে, তেমনিই মাদক থেকেও রক্ষা করে, তরুন যুবকরাই আগামিতে নেতৃত্ব দিবে, তারা যদি বিপথে পরিচালিত হয় তাহলে সমাজ ধ্বংস হয়ে যাবে। প্রতিটি ইউনিয়নে এরকম খেলার আয়োজন করার জন্য খেলা প্রেমী যুবকদের অনুরোধ জানান তিনি।
এসময় তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা সরকার পালিয়ে গিয়ে বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। যতই সড়যন্ত্র করা হোক, বাংলার মানুষ তার জবাব দেবে। আগামী নির্বাচনে নোয়াখালী-৪ আসনে সংসদ সদস্য হিসেবে আলহাজ মো. শাহজাহানকে নির্বাচিত করতে জনগণকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান এবং প্রতিশোধপরায়ণ হয়ে কারো জানমালের ক্ষতি না করতে সবাইকে অনুরোধ করেন।
(আইইউএস/এএস/ডিসেম্বর ২৮, ২০২৪)