স্টাফ রিপোর্টার, পঞ্চগড় : পঞ্চগড় বিষ্ণু প্রসাদ সরকারি উচ্চ বিদ্যালয় (বিপিয়ান)এর  এসএসসি ব্যাচ-২০২৫ এর শিক্ষা সমাপনী দিবস উদযাপন উপলক্ষে পঞ্চগড় হিমালয় পার্কে এক জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।  'বিপিয়ান পঁচিশ সেরা হবো, আইন মেনে দেশ গড়বো' স্লোগানে অনুষ্ঠিত অনুষ্ঠানটি ২৭ ডিসেম্বর শুক্রবার,বেলা ৩টায় শুরু হয়ে চলে রাত আটটা পর্যন্ত।

জমকালো এই অনুষ্ঠানে পূর্বাশা,বিবর্তনসহ ঢাকা থেকে আসা হাইওয়ে নামক প্রথম সারির ব্যান্ডদলটি তাদের গান পরিবেশন করে।অনুষ্ঠানে পঞ্চগড় জেলার তেঁতুলিয়া, বোদা,আটোয়ারি, দেবীগঞ্জ থেকে আসা দর্শক স্রোতার সাথে বন্ধন সৃষ্টি হয় পাশ্বর্বতী জেলা ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা থেকে আগত হাজারো স্রোতা দর্শকের।

আয়োজক কমিটির ২৫ ব্যাচের শিক্ষার্থী শুভ জানায়, "দর্শকদের উপচে পড়া ভীড় দেখে প্রথমে ভয় পেয়েছিলাম, কিন্তু তাদের সুস্থ চিন্তা প্রমাণ করে গান শোনার মানুষ এখনও পঞ্চগড়ে প্রচুর রযেছে।" সবুজ জানায়,'দর্শক শ্রোতার সহযোগিতা সত্যই প্রশংসনীয়।'নাবিল জানায়,'আমাদের প্রোগ্রাম সুন্দরভাবে শেষ হওয়াই আমার সফল।"

পঞ্চগড় সরকারি বিষ্ণু প্রসাদ (বিপি )স্কুলের ২০১১ব্যাচের মনিরুল বলে ' আমরা যা পারেনি,তা ছোটরা করে দেখালো'।সৃজন বলে,পুলিশ ও আর্মির সহযোগিতায় আমরা খুবই খুশি।

(এআর/এএস/ডিসেম্বর ২৮, ২০২৪)