রিয়াজুল রিয়াজ, ফরিদপুর : ফরিদপুর শহরের পদ্মা নদীর তীরবর্তী স্থান ধলার মোড়ে উন্মুক্ত বালুচরে ৮ম ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে আগত গণমানুষের ভিড় লক্ষ্য করা গেছে। তাদের মধ্যে অনেকেই আবার ঘুড়ি উড়ানো প্রতিযোগিতায় অংশ নিয়েছে।‌ বাহারি রঙের ঘুড়ি, বারো রকমের মানুষ, শত প্রেমিক যুগলের কলতান, পরিবারবর্গের নির্মল উচ্ছ্বাস ও হকারদের হাঁকডাক সবই ছিলো ওই ঘুড়ি উৎসবে।

শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেল চারটায় ‌ফরিদপুর সিটি অর্গা নাইজেশনের উদ্যোগে ও পেপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সহায়তায় ওই ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‌ ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ এমদাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রামানন্দ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াছিন মোল্যা প্রমুখ। এছাড়া, পেপারটেক ইন্ডাস্টিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার মোহাম্মদ কামরুজ্জামান, ফারিয়ান ইউসুফ এসময় উপস্থিত ছিলেন৷

'চলো হারাই শৈশবে' এই স্লোগানকে সামনে রেখে এ বছর ঘুড়ি উৎসবটি অনুষ্ঠিত হয়।

ঘুড়ি উৎসব ফরিদপুরবাসীর প্রাণের উৎসব, তারুণ্যের উৎসব৷ কালক্রমে ফরিদপুরে মানুষের বিনোদনের জন্য একটি অন্যতম উৎসবে পরিণত হচ্ছে এই উৎসবটি৷ হাজার হাজার আবালবৃদ্ধবনিতা এই উৎসবে যোগ দিয়ে থাকে প্রতি বছর।

এবারের ঘুড়ি উৎসবে ড্রাগন ঘুড়ি, দেশের জাতীয় পতাকার আদলে ঘুড়ি, সাপ ঘুড়ি, ঈগল ঘুড়ি, সুপারম্যান ঘুড়িসহ বাহারি রঙের নানা সাইজের ঘুড়ি উড়তে দেখা গেছে ফরিদপুরের পদ্মা পাড়ের বিশাল খোলা আকাশে।

ঘুড়ি উৎসবে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এবার উৎসবে প্রথম পুরস্কার হিসেবে ২৪ ইঞ্চি এলইডি স্মার্ট টিভি, দ্বিতীয় পুরস্কার মাইক্রোওয়েভ ওভেন এবং তৃতীয় পুরস্কার ‌হিসেবে ছিলো গ্যাসের চুলা।

(আরআর/এএস/ডিসেম্বর ২৭, ২০২৪)