সরদার শুকুর আহমেদ, বাগেরহাট : বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় ২ কোটি ৩৪ লক্ষ টাকা ব্যয়ে এলজিইডি’র বলদ্রপুর, কালিখোলা-বালিয়াডাঙ্গা সড়ক নির্মানে ব্যবহৃত নিম্নমানের ইট খায়া হাতের চাপেই ভেঙ্গে গুড়ো হয়ে যাচ্ছে। অভিযোগ উঠেছে ঠিকাদারী প্রতিষ্ঠান ডিজি বাংলা নিম্নমানের ইট, খোয়া দিয়ে ২ কিলোমিটার দীর্ঘ পিচের এই সড়কটি নির্মান কাজ স্থানীয়দের প্রতিবাদে মুখে এখন কাজ বন্ধ রয়েছে।

স্থানীয় সাবেক ইউপি সদস্য শেখ হেমায়েত হোসেন জানান, সড়কটি শুরু থেকেই নিম্ন মানের ইট ও খোয়া দিয়ে নির্মাণের চেষ্টা করে ঠিকাদার। লোকজন বাধা দিলে প্রভাবশালীদের ব্যবহার করে ঠিকাদারের লোকজন তাদের মারধর করে এবং ভয় ভীতি দেখায়। আমাদের দাবি একটাই ইলজিইডির দরপত্র অনুয়ায়ি রাস্তা নির্মাণের। কোন অবস্থতেই নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ করতে দেয়া হবে না। এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠান ডিজি বাংলা কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করেও তাদের কোন বক্তব্য জানা সম্ভব হয়নি।

মোরেলগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম জানান, নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে এলজিইডি’র এই সড়কটি নির্মাণের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে কাজ বন্ধ করে দেয়া হয়েছে। সেই সাথে ঠিকাদারকে সড়কে ব্যবহার করা নিম্নমানের ইট খোয়া অপসারণ করতে নির্দেশ দেয়া হয়েছে। ঠিকাদার সাইড থেকে নিম্নমানের নির্মাণ সামগ্রী অপসারণ শুরু করেছে। দরপত্র অনুয়ায়ি সড়কটি নির্মাণ করা হবে বলেও জানান এই প্রকৌশলী।

(এসএসএ/এএস/ডিসেম্বর ২৭, ২০২৪)