স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল : টাঙ্গাইলের বাসাইলের শিক্ষার মান উন্নয়নের লক্ষে মত বিনিময় সভা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মার্থা লিন্ডস্ট্রম-নূরজাহান বেগম বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুল মোমেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্ত্রী দিলরুবা রহমান, জনতা ব্যাংকের মহাব্যবস্থাপক আব্দুল মতিন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানছুর রহমান।

পরে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ, শিক্ষা বৃত্তি ও ক্রেস্ট প্রদান করেন।

এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

(এসএএম/এএস/ডিসেম্বর ২৭, ২০২৪)