নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবাষির্কী পালিত
মোঃ ইমাম উদ্দিন সুমন, নোয়াখালী : ‘সব ভয় জয় করে বৈশাখী টেলিভিশনের এগিয়ে চলা ২০ বছরে’ স্লোগানে নোয়াখালীতে বর্ণাঢ্য আয়োজনে বৈশাখী টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে বৈশাখী টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি শাকিল আহমেদ এর আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা এবং কেক কাটার আয়োজন করা হয়।
জেলা বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের উপস্থিতিতে সকাল ১০টায় নোয়াখালী প্রেসক্লাব সড়কে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে প্রেসক্লাবের সহিদ উদ্দিন ইসকান্দার কচি মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বৈশাখী টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি শাকিল আহমেদের সভাপতিত্বে ও নোয়াখালী প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল হোসেন বিশাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নোয়াখালী প্রেসক্লাবের সহসভাপতি শাহ ওসমান মো. সুজন, প্রথম আলোর স্টাফ রিপোর্টার মাহবুবুর রহমান, একাত্তর টেলিভিশনের নোয়াখালী প্রতিনিধি মিজানুর রহমান, প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আকবর হোসেন সোহাগ, এ.আর আজাদ সোহেল প্রমুখ।
অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় ছিল হরেক রকমের পিঠাপুলি দিয়ে অতিথিদের আপ্যায়ন। উপস্থিত সবাই আয়োজনের ভুয়সী প্রশংসা করেন এবং বৈশাখী টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।
পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটায় অংশ নেন সাংবাদিক, শিক্ষক, ডাক্তার ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা।
(আইইউএস/এএস/ডিসেম্বর ২৭, ২০২৪)