রাজন্য রুহানি, জামালপুর : সংগঠনের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে আলোচনা সভা ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে জেলা জাসাস (বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা)।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে দলীয় আলোচনা সভা শেষে দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

জেলা জাসাসের সভাপতি রিজভী আল জামালী রনজুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, জেলা জাসাসের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম জুলহাস, সদর উপজেলা জাসাসের সভাপতি নজরুল ইসলাম, শহর জাসাসের সভাপতি মামুন রায়হান, সদর উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক আরেফিন কবির, শহর জাসাসের সাধারণ সম্পাদক এম সাইম হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জাসাসের সাধারণ সম্পাদক কাবিরুল হাসান।

(আরআর/এএস/ডিসেম্বর ২৭, ২০২৪)