সমরেন্দ্র বিশ্বশর্মা, কেন্দুয়া : কেন্দুয়া উপজেলার ১৩টি ইউনিয়ন ভূমি অফিসে এক মাস ধরে ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম বন্ধ রয়েছে। পাশাপাশি নামজারিও হচ্ছে না। এতে দুর্ভোগে পড়েছেন গ্রামের সাধারণ জনগণ। জনগণের দুর্ভোগের পাশাপাশি সরকারও মোটা অংকের রাজস্ব আদায় থেকে বঞ্চিত রয়েছে।

জানা যায়, জাতীয় সার্ভার আপগ্রেড করার কারণে ভূমি উন্নয়ন কর আদায়সহ কেন্দুয়া উপজেলায় এক মাস ধরে নামজারি কার্যক্রমও বন্ধ রয়েছে। মন্ত্রণালয়ের নিয়ম মোতাবেক এক মাস আগেও ভূমি উন্নয়ন কর আদায় কার্যক্রম, নামজারি ও খতিয়ার কার্যক্রম সম্পাদনের জন্য পৃথক পৃথক সার্ভে ব্যবহার করা হত। কিন্তু বর্তমানে সেই প্রথা ভেঙ্গে পৃথক পৃথক ভাবে সবগুলোর কার্যক্রম একটি সার্ভারের মাধ্যমে সম্পন্ন করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সার্ভার কার্যক্রম আপগ্রেড করা হচ্ছে। এই সার্ভে কার্যক্রমের আপগ্রেড চলমান থাকায় এক মাসে এ উপজেলায় অন্তত দেড় থেকে দুই হাজার লোক ভূমি উন্নয়ন কর দিতে পারছেন না। পাশাপাশি করতে পারছেন না নামজারির কাজও। যে কারণে জনগণ পড়েছেন চরম দুর্ভোগে।

একটি সূত্র দাবি করে বলছেন, সাময়িক সময়ের জন্য জনগণের ভোগান্তি বাড়ছে এটা ঠিক কিন্তু সার্ভে আপগ্রেড হলে জমি সংক্রান্ত বিরোধে অনেক মামলা মোকদ্দমা কমে যাবে। এক মাস আগেও নামজারির পূর্বে বন্টননামার কোন প্রয়োজন ছিল না। কিন্তু সার্ভে আপগ্রেড করা হলে বন্টন নামা করেই নামজারি সম্পাদন করতে হবে। এক আগে ভূমি উন্নয়ন কর আদায়ের জন্য একটি সার্ভে, নামজারির জন্য একটি সার্ভে ও খতিয়ানের জন্য পৃথক সার্ভে ব্যবহার করা হতো। কিন্তু সার্ভে আপগ্রেড হলে ভূমি উন্নয়ন কর আদায়, নামজারি ও খতিয়ানের কাজ একটি সার্ভেতেই সম্পাদন করা যাবে। ভুক্তভোগী জনগণের দাবি কিছুদিন পর পর সরকারের পক্ষ থেকে এইসব নিয়ম কানুন পরিবর্তন করে জনগণকেই হয়রানি করা হয় বেশি। কিন্তু জনগণ যে সেবাটুকু পাওয়া দরকার তা সঠিকভাবে পায়না।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, উন্নত ভূমি সেবা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সার্ভে আপগ্রেড করা হচ্ছে। এর ফলে যদিও সাময়িক সময়ের জন্য জনগণকে সংশ্লিষ্ট কাজের জন্য কিছুটা কষ্ট পোহাতে হচ্ছে আপগ্রেড কাজ সু-সম্পন্ন হলে দীর্ঘদিন ধরে জনগণ এর সুফল ভোগ করতে পারবেন। জনগণের সুবিধার জন্যই সরকার এ উদ্যোগ গ্রহণ করেছেন।

(এসবি/এএস/ডিসেম্বর ২৬, ২০২৪)