রঘুনাথ খাঁ, সাতক্ষীরা : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির আলোচনা সভা ও র‌্যালী হয়েছে সাতক্ষীরায়। বৃহষ্পতিবার দুপুরে শহরের সংগীতা মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভা থেকে জেলা বিএনপির মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত ঘোষনার দাবি জানানো হয়।

জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা বিএনপি আহবায়ক সিরাজুল ইসলাম, শ্যামনগর উপজেলা বিএনপি সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ, জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আইনুল ইসলাম নান্টা, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভুট্টোসহ আরও অনেকে।

জেলা বিএনপির আহবায়ক সৈয়দ ইফতেখার আলী ও সদস্য সচিব আব্দুল আলিমের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে জেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করার দাবি জানান বক্তারা। সভা শেষে একটি বিক্ষোভ র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

(আরকে/এএস/ডিসেম্বর ২৬, ২০২৪)